পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ

ভারতবর্ষ 29টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি পূর্ণ সার্বভৌম রাষ্ট্র। এই 29টি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সুজলা-সুফলা রাজ্য হল পশ্চিমবঙ্গ। রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে এই রাজ্যের অবস্থানের আলাদা একটি গুরুত্ব আছে। এজন্য পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের প্রাণকেন্দ্র বলা হয়।

পশ্চিমবঙ্গ ক্ষেত্রফলের দিক থেকে ভারতের মধ্যে 14 তম (88,752 বর্গকিমি) এবং জনসংখ্যার দিক থেকে চতুর্থ (140.76 crores জন, জনগণনা-2021)| 23টি জেলা নিয়ে এখনকার পশ্চিমবঙ্গের এই চেহারা 1956 সাল পর্যন্ত একই ছিল না। অনেক ভাঙাগড়ার মধ্য দিয়ে 1956 সালের পর বর্তমান সীমা ঠিক হয়। রাজ্যটির পূর্ব-পশ্চিমের তুলনায় উত্তর-দক্ষিণের বিস্তৃতি বেশি এবং গড়ন মোটামুটি লম্বাটে ধরনের।